ভূমিকম্প ও অগ্নিকাণ্ড নিয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর এবং এফবিসিসিআই সেফটি কাউন্সিলে সহযোগিতায় একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ উদ্‌যাপন উপলক্ষে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) হাটখোলা ভবন প্রাঙ্গণে এ মহড়ার আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও এফবিসিসিআই'র কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন। মহড়ার মাধ্যমে ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের সময় কোনো ভবন থেকে মানুষ ও তাদের সম্পদ সুরক্ষিত রাখার প্রক্রিয়া ও সর্বসাধারণের করণীয় ফুটিয়ে তোলা হয়।